রাইনকন্যার জলস্ফুলিঙ্গ (ভ্রমণকাহিনি)
জার্মানির ব্ল্যাক ফরেস্ট থেকে রওনা দিল আমাদের ট্যুর বাস। গন্তব্য সুইজারল্যান্ড। ট্যুর গাইড জনাব জেজে এক হাতে বাস চালাচ্ছেন এবং আরেক হাতে মাইক্রোফোন ধরে ধারাবর্ণনা দিচ্ছেন। কখনোবা পাইপসদৃশ কিছু একটাতে কয়েক টান দিয়ে ধোঁয়া ওড়াচ্ছেন। ওদিকে ধোঁয়া উড়ছে আর এদিকে উড়ছে আমার প্রাণ! শশব্যস্ত মানুষের হাতে বাসের নিয়ন্ত্রণ-এর চেয়ে হরর বিষয় আর কী হতে পারে! …