আসিফ মেহ্দী জীবনের নানা অনুভূতি তাঁর ছড়া, গল্প আর উপন্যাসে তুলে ধরেন বেশ সাবলীলভাবে। ‘ন্যানো প্রহর’ নামের এই বইটিও তার ব্যতিক্রম নয়। তাঁর আর সব ছড়া-কবিতার মতো এই বইয়ের কাব্যগুলোও আসলে মানবজীবনেরই প্রতিচ্ছবি। জীবনের নানা সময়, নানা প্রহরে সুখ-দুঃখ আর হাসি-কান্নার মিশেলে যে ছোট ছোট অনুভূতিগুলো আমাদের কাছে ধরা দেয়, সেই অনুভূতিগুলোই ব্যক্ত হয়েছে বইয়ের ন্যানো কাব্যগুলোতে। জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র ওই নির্দিষ্ট প্রহরগুলোকেই লেখক বইবন্দী করেছেন ‘ন্যানো প্রহর’ আখ্যায়িত করে।
আসিফ মেহ্দী ফেসবুকে অ্যাকাউন্ট খোলেন ২০০৮ সালে। তারপর থেকে স্ট্যাটাস হিসেবে ফেসবুকে পোস্ট করতে থাকেন ছোট-বড় ছড়া-কবিতা। প্রাত্যহিক জীবনে ঘটে যাওয়া ছোট-বড় সব ঘটনা নিয়ে স্ট্যাটাসগুলো পোস্ট করেন বলে এই ছড়া-কবিতাগুলো আসলে মানবজীবন ও জগৎসংসারের প্রতিচ্ছবি। আসিফ মেহ্দী এগুলোর নাম দিয়েছেন ‘ন্যানো কাব্য’। জীবনের নানা প্রহরে সুখ-দুঃখ আর হাসি-কান্নার মিশেলে যে ছোট ছোট অনুভ‚তিগুলো আমাদের কাছে ধরা দেয়, সেসব অনুভূতিই ফুটে ওঠে তাঁর লেখা নানা ন্যানো কাব্যে।
ভিন্নধর্মী কাব্যধারার সূচনাকারী এই ন্যানো কাব্যের জনককে পাঠকভক্তরা ভালোবেসে ডাকেন ‘ন্যানো কবি’। ন্যানো কবির ভাষায়, ‘ন্যানো মুহূর্তের আবেগের স্ফুরণই ন্যানো কাব্য। এই স্ফুরণের প্রকাশ ঘটতে পারে দুই লাইনে; আবার ঘটতে পারে বিশ লাইনে। অর্থাৎ ন্যানো কাব্য ছোট-মাঝারি-বড় বিভিন্ন আকৃতির হতে পারে; তবে ন্যানো কাব্যে যে অনুভ‚তি ছন্দাকারে প্রকাশ করা হয়, তা জীবনে চলার পথে হঠাৎ পাওয়া কোনো উপলব্ধি-ন্যানো মুহূর্তের উপলব্ধি।’
#আসিফ_মেহ্দী
#Asif_Mehdi
Reviews
There are no reviews yet.